গ্লোবালভিশন ডেস্ক: অসুস্থ টাঙ্গাইলের সংসদ সদস্য আতাউর রহমান খানকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য আতাউর রহমান খানকে ঢাকায় আনা হয়।
৮৩ বছর বয়সী আতাউর রহমান নিউরো জটিলতায় ভুগছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে আইএসপিআর জানায়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌনে আটটার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আর আগে এ আসনের এমপি ছিলেন তার ছেলে আমানুর রহমান খান।