স্টাফ রিপোর্টার: জাতিরজনক বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও দক্ষিণ বাংলার উন্নয়নের রুপকার বাগেরহাট-১, আসনের এমপি জননেতা শেখ হেলাল উদ্দিন-এর পুত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময়-এর আজ ৩৩তম জন্মদিন।
নতুন প্রজন্মের অহংকার শেখ তন্ময়ের জন্মদিনে গ্লোবালভিশন টোয়েন্টিফোর ডটকমের চেয়ারম্যান ও সম্পাদক মেহবুবা আফতাব সাথী ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তরুণ এই প্রতিভাবান রাজনীতিবীদের দীর্ঘজীবন ও সুসাস্থ এবং উত্তরাত্তর সাফল্য কামনা করেছেন তিনি।
আজ এক বিবৃতিতে গ্লোবালভিশন টোয়েন্টিফোর ডটকমের চেয়ারম্যান ও সম্পাদক মেহবুবা আফতাব সাথী বলেন, আমি চাই তারুণ্যের অহংকার তন্ময় আকাশ ছোঁয়া রাজনীতিবীদ হোক। তিনি নতুন প্রজন্মের প্রেরণা। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে তন্ময় অগ্রণী ভূমিকা রাখছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে গ্লোবালাইজেশনের এই যুগে তথ্য-প্রযুক্তি তথা ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মেহবুবা আফতাব সাথী আরো বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনসহ স্বাধীনতা যুদ্ধে তরুণদেরই বিশাল ভূমিকা ছিল। বাংলাদেশ গড়ার সংগ্রামের অগ্র সৈনিক হিসেবে তাই আমরা তারুণ্যের পাশে আছি এবং থাকবো।