ইউরোপ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। ।
সংগঠনটির সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক মজিবুর রহমান যৌথ শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম ভ্যানগার্ডের অকাল মৃত্যুতে গভীর শোক জানান।
শোক বার্তায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা সাহারা খাতুন তার সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী করতে এবং দেশের গণতন্ত্র উন্নয়নে কাজ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের এই অন্যতম নারী নেত্রীর অকাল মৃত্যুতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে এ্যাডভোকেট সাহারা খাতুন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।