স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ‘অভিভাবক’, মানবাধিকারকর্মী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন।
বুধবার ভোরে রাজধানী ঢাকার আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জাসদের এক বিবৃতি জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এই আইনজীবীকে ‘অভিভাবক’ হিসেবে বর্ণনা করে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তারা বলেন, ইদ্রিসুর রহমান জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজীবন দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দলের সাথে নিবিড় যোগাযোগ রাখতেন।
২০১৬ সালের ১২ মার্চ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল হয়।
কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।
এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে।
অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।